সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার ১৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পর্যায়ক্রমে প্রশাসনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে।









