ভোর থেকে রাজধানী ঢাকায় একটানা বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টি রাজধানীর সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমে গেছে। এতে করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক জায়গায় যানজটও দেখা গেছে।
বৃষ্টির ফলে দিনে গরমের অনুভূতিও কিছুটা কমে এসেছে। তবে রাস্তায় জলাবদ্ধতা ও যানজট সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।









