চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনারে আগুনের ঘটনায় ঢাকায় আসা ১৯ পোড়া রোগীর মধ্যে ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই হাসপাতালটিতে মোট ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কৃর্তপক্ষ। আইসিইউয়ের ৩ জন ছাড়া বাকি বাকি ১৩ জন রোগী পোস্ট অপারেটিভে রয়েছেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ফায়ার সার্ভিসের কর্মী গাউসুল আজম লাইফ সাপোর্টে রয়েছেন। ফায়ার সার্ভিসের অপর কর্মী রবিন এবং বেসামরিক নাগরিক মাকফুরুল ইসলামের অবস্থা আইসিইউতে স্থিতিশীল। আইসিইউতে থাকা ফরমানুল ইসলামের অবস্থার উন্নতি হওয়ায় তাকে কিছুক্ষন আগে পোস্ট ওপারেটিভে নেয়া হয়েছে।
আগুনে পোড়া সংকটাপন্ন এক রোগীর কোভিড-১৯ শনাক্ত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৬৭ জন। চট্টগ্রাম সিএমএইচে ১৪ জনের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়াও চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে।
আর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে ১৯ জন মিলিয়ে সীতাকুন্ড ট্রাজেডিতে (ঢাকা + চট্টগ্রাম মিলে) ১০৬ জন পোড়া রোগী হাসপাতালে ভর্তি।








