অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংবিধান গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, তাদের আদেশ বা ফরমানই আইন বা সংবিধান হিসেবে গণ্য হবে।
সোমবার (২৬ আগস্ট) একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, এবারের সরকার একটি বিপ্লবী সরকার। অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে, তাই তাদের জন্য সংবিধান গুরুত্বপূর্ণ নয়। তাদের আদেশ বা ফরমানই আইন বা সংবিধান হিসেবে গণ্য হবে।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, বাংলাদেশে এই রকম পরিস্থিতি কি আগে কখনো হয়েছে? ফলে সংবিধান বা আইন দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যাবে না। সব কিছু আইন ও সংবিধানে পাওয়া যাবে না। পরিস্থিতি ও জনমতের ভিত্তিতেই সব কিছু হবে। আর অল্প সময়ে সব ব্যাপারে সিদ্ধান্তও পাওয়া যাবে না।
মো. রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রনয়নের আগ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে চলেছে। পরে সেগুলোই সংবিধান ও আইনে অন্তর্ভুক্ত হয়েছে। এখনও সরকার যা করবেন, যে আদেশ দেবেন, সেটাই আইন ও সংবিধান।
তিনি বলেন, কারণ আইন, সংবিধান সব কিছুই সংস্কার হবে। প্রধান নির্বাচন কশিনার এখন যে কথা বলছেন, তার মনস্তত্ব কী তা তিনিই বলতে পারবেন।
সুত্র: ডয়েচ ভেলে









