চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ দুই টেস্টের জন্য আগেই দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডাক পেয়েছেন ১৯ বর্ষী স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তার অভিষেকের কথাও নিশ্চিত করেছেন অজিদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ভারতের পেস আক্রমণের সেনাপতি বুমরাহকে সামলানোর চ্যালেঞ্জেই অস্ট্রেলিয়া বেছে নিয়েছে কনস্টাসকে। সিরিজের প্রথম তিন টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে না পারা নাথান ম্যাকসুয়েনির জায়গায় শেষ দুই টেস্টের দলে তাকে নেয়া হয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে ১১ ম্যাচ, লিস্ট-এ ক্রিকেটে একটি ও দুটি ঘরোয়া টি টুয়েন্টি ম্যাচ খেলেই জাতীয় দল জার্সি গায়ে জড়াতে চলেছেন কনস্টাস। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি আছে ডানহাতি ব্যাটারের।
গত অক্টোবরে শেফিল্ড শিল্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পাশে নাম লিখিয়েছেন। পরে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টে খেলেন ৭৩ রানের ইনিংস। ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার’স একাদশের হয়ে সেঞ্চুরি করেন। ওই শতক টেনে আনে জাতীয় দলের দুয়ারে।









