মেলবোর্ন টেস্টের শুরুর দিনেই শাস্তি পেলেন বিরাট কোহলি। স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা দিয়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে কিংবদন্তি ব্যাটারকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ভারতীয় মহাতারকা।
বৃহস্পতিবার বিবৃতিতে কোহলিকে শাস্তি দেয়ার কথা জানিয়েছে আইসিসি। বলেছে, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন কোহলি। তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দেয়া হয়েছে।
ক্রিকেট আইনের ২.১২ ধারা অনুযায়ী ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্যকারও (দর্শকও) সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। ক্রিকেটে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের কোনো জায়গা নেই। যদি কোনো ক্রিকেটার নিয়ম ভেঙে ইচ্ছাকৃত, বেপরোয়াভাবে বা অনিচ্ছাকৃতভাবেও কোনো ক্রিকেটার বা আম্পায়ারের সঙ্গে শারীরিক সংঘর্ষ জড়ান, এই নিয়ম কার্যকর হবে।
মাঠ আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ এবং তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ দিন শেষে প্রতিবেদন জমা দেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি নির্ধারণ করে দেন কোহলির। শাস্তি মেনে নেয়ায় তাকে কোনো আনুষ্ঠানিক শুনানিতে বসতে হয়নি।
বক্সিং ডে’তে ম্যাচের দশম ওভার শেষে উইকেটে প্রান্ত বদলের সময় কোহলির সঙ্গে কাঁধে ধাক্কা লাগে কনস্টাসের। অভিষিক্ত অজি ১৯ বর্ষী ব্যাটার সঙ্গে সঙ্গে কিছু একটা বলেন কোহলিকে। ক্রিকেট মাঠে বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে থাকা কোহলিও চুপ থাকেননি। কথার লড়াইয়ে জড়ান দুজনই। শেষে আরেক অজি ওপেনার উসমান খাজা এবং আম্পায়ার এগিয়ে এসে থামান তাদের।
ততক্ষণে উত্তাপ ছড়িয়ে পড়ে ক্রিকেটবিশ্বে। কনস্টাসের আচরণের সমালোচনা যেমন হচ্ছে, কোহলির যেচে গিয়ে ধাক্কা দেয়ার নিন্দা করেন সাবেক ক্রিকেটাররা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।









