কিংবদন্তী মার্কিন গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। ৮৭ বছর বয়সে মারা গেছেন এই সংগীতশিল্পী, যিনি ১৯৬১ সালের ‘এভরিবডিস সামবডিস ফোল’ এবং ১৯৬২ সালের ‘প্রিটি লিটল বেবি’ গানের জন্য সর্বাধিক পরিচিত।
খবরটি নিশ্চিত করেছেন তার কপিরাইট ও রয়্যালটির ব্যবস্থাপক রন রবার্টস।
রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রন রবার্টস লেখেন, “ভারী মন এবং চরম দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গত রাতেই আমাদের ছেড়ে গেছেন। আমি জানি, কনি চেয়েছিলেন তার ভক্তরাই যেন প্রথম এই দুঃসংবাদটি জানতে পারেন।”
সম্প্রতি ‘প্রিটি লিটল বেবি’ গানটি টিকটকে ভাইরাল হয়। এরপর কনি ফ্রান্সিস নিজেই টিকটকে যোগ দেন। এখন পর্যন্ত গানটি ১৭ মিলিয়নের বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে এবং বিশ্বজুড়ে ২৭ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
“আমার ১৯৬২ সালের রেকর্ডিং ‘প্রিটি লিটল বেবি’–এর এই নতুন করে বিশ্বজোড়া আলোচনায় আমি অভিভূত এবং রোমাঞ্চিত। ৬৩ বছর আগে রেকর্ড করা একটি গান নতুন প্রজন্মের শ্রোতাদের মন জয় করছে—এটি আমার জন্য সত্যিই অভাবনীয়।” তখন বলেছিলেন ফ্রান্সিস।
প্রিটি লিটল বেবি- গানটি ১৯৬২ সালে প্রকাশিত হয় তার অ্যালবাম কনি ফ্রান্সিস সিংগস ‘সেকন্ড হ্যান্ড লাভ’ & আদার হিটস–এ, যা বিলবোর্ড টপ এলপিজি চার্টে সর্বোচ্চ ১১১তম অবস্থানে পৌঁছেছিল।
এবছরের মে মাসে গানটি প্রথমবারের মতো স্পটিফাই-এর গ্লোবাল এবং ইউএস চার্টে প্রবেশ করে।
১৯৩৭ সালের ১২ ডিসেম্বর নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস। তার পুরো নাম ছিল কনচেটা রোসা মারিয়া ফ্রাঙ্কোনেরো। সারা জীবনে বিশ্বব্যাপী তিনি আনুমানিক ২০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন৷ – এমএসএন









