টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। জেতাটা চ্যালেঞ্জিং হলেও দেশের মানুষকে খুশি করতে পারাটা সবচেয়ে বড় পাওয়া, বললেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এমন বলেন সাবিনা। বলেছেন, ‘দেশের মানুষকে খুশি করতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এমন জয় আমরা সবসময় চাই, যেন দেশের মানুষকে আমরা উৎসর্গ করতে পারি।’
‘সত্যিকার অর্থে টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেখানে তো আলাদা একটা চাপ থাকে। খুব সহজ ছিল না, ভারত র্যাঙ্কিংয়ের দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে অনেক ভালো। পাশাপাশি নেপাল ছিল, তারা আয়োজকও। দেখেছেন, মাঠে এবং মাঠের বাইরে যে পরিমাণ সমাগম ছিল, যে কারণে মাঠে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আর মাঠের ভেতরে তো অবশ্যই।’
নেপালের মাঠে স্বাগতিক দর্শকদের ক্রাউডে নার্ভাস ছিলেন মেয়েরা। সেটা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন। অধিনায়ক সাবিনা স্মরণ করেছেন সেটিও, ‘আমাদের মেয়েরা নার্ভাস ছিল, বিশেষ করে ফাইনালের ম্যাচের দিন ওই ক্রাউডের ভেতরে। যেহেতু গতবারের একটা অভিজ্ঞতা এবং এবছরের, সেই জিনিসটাকে কাটিয়ে উঠে মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি।’









