পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে গত বছরে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা ‘কনক্লেভ’-এর দর্শকসংখ্যা! এমন তথ্যই দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ভ্যারাইটি।
সেরা রূপান্তরিত চিত্রনাট্যের জন্য চলতি বছরে অস্কার জিতে নিয়েছিলো কনক্লেভ। একজন কাল্পনিক পোপের মৃত্যুর পর নতুন নেতা নির্বাচন করতে গিয়ে ভ্যাটিকানে কার্ডিনাল, মন্ত্রী ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের গোপন বৈঠকের চিত্র তুলে ধরে।
স্ট্রিমিং কনটেন্টের ভিউয়ারশিপ ট্র্যাক করে এমন সংস্থা লিউমিনেটের তথ্য অনুযায়ী, সোমবার সিনেমাটির ভিউয়ারশিপ ২৮৩% বৃদ্ধি পায় বলে ভ্যারাইটি জানিয়েছে।
রবিবার, অর্থাৎ পোপের মৃত্যুর আগের দিন সিনেমাটি ১৮ লাখ মিনিট দেখা হয়েছিল। আর যেদিন পোপের মৃত্যুর খবর প্রকাশ পায়, সেদিন দেখা হয় ৬৯ লাখ মিনিট!
কীভাবে ধর্মীয় নেতারা তাদের বিশ্বাস, বিবেক ও চার্চের প্রতি দায়িত্ব এবং প্রয়াত নেতার উত্তরাধিকার নিয়ে সংগ্রাম করেন— তা দুর্দান্তভাবে তুলে ধরা হয়ে কনক্লেভ সিনেমায়। নির্বাচনের প্রক্রিয়ায় তারা সিস্টিন চ্যাপেলে প্রবেশ করে একটি কঠোর গোপনীয়তার শপথ নেন এবং দরজা বন্ধ করে দেন।
রালফ ফিনেসের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জন লিথগো ও ইসাবেলা রোসেলিনি। রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ব্যাপক প্রশংসা পায় এবং আটটি অস্কার মনোনয়ন লাভ করে— যার মধ্যে পিটার স্ট্রাউগান সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পান।
যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট-এর সমালোচক ক্লারিস লাউঘরি তার তিন-তারকা রিভিউতে লেখেন: “কনক্লেভ যদি একটি ছবিতে প্রকাশ করা যায়, তবে সেটা নিঃসন্দেহে এক কার্ডিনালের ভ্যাপ নেওয়ার দৃশ্য। আমরা ভ্যাটিকানের সবচেয়ে পবিত্র জায়গায় আছি, এমনসব ব্যক্তিগত দৃশ্যের মাঝে যেগুলো দর্শকদের জন্য সাধারণত নিষিদ্ধ। যদিও, এই সবই রোমের চিনেচিত্তা স্টুডিওর সেটে ধারণ করা হয়েছে।”
“তবুও পরিচালক এডওয়ার্ড বার্গার আমাদের এমনভাবে ভিতরে তাকাতে দেন, যেন আমরা দরজার পাশে দাঁড়িয়ে থাকা শিশুর মতো, হাসি পাচ্ছে এই ভেবে যে গিল্ড আর ধূপের নিচে সবটাই কতটা সাধারণ ও মানবিক।”
২২ এপ্রিল থেকে সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওর ক্যাটালগে যুক্ত হয়েছে। যারা প্রাইম সাবস্ক্রাইবার, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সিনেমাটি দেখতে পারবেন। –ইন্ডিপেন্ডেন্ট.ইউকে









