নব্বই দশকের জনপ্রিয় ও কালজয়ী ব্যান্ডগুলো নিয়ে বরাবরই উচ্ছ্বসিত তারুণ্য। এরমধ্যে শীর্ষ চার ব্যান্ড নিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট এর। ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টটির ভেন্যু শেষ সময়ে এসে হলো পরিবর্তন।
নব্বই দশককে বলা হয় বাংলা ব্যান্ডের স্বর্ণ যুগ। সেই যুগের চার জনপ্রিয় ব্যান্ডকে দেখা যাবে এক মঞ্চে! এ নিয়ে শ্রোতাদর্শকের উত্তেজনার শেষ নেই! নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট।
রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিলো ঢাকা রেট্রো কনসার্টটির। বৃহস্পতিবার আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানালো, শুক্রবার কনসার্টটি ঢাকা অ্যারেনায় হচ্ছে না। পরিবর্তিত ভেন্যু পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। ইনডোরে হবে এই আয়োজন।
একদিন আগে এসে কেন হঠাৎ ভেন্যু পরিবর্তন। আয়োজকরা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার ঢাকায় বৃষ্টির পূর্ভাবাস পেয়েই ঢাকা অ্যারেনা থেকে কনসার্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
ব্লু ব্রিক কমিউনিকেশন-এর ইমা জাহান এক ভিডিও বার্তায় জানান,শেষ সময়ে এসে ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনাই আমাদের ছিলো না। কিন্তু ওয়েদার ফোরকাস্টে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকায় শ্রোতাদর্শকের বেটার এক্সপেরিয়েন্স দিতে আমরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।
এসময় তিনি জানান, ভেন্যু পরিবর্তন হলেও শ্রোতাদর্শকদের ভেন্যুতে আসার সুবিধার্থে পাঠাও সার্ভিস, সাটল বাস-এর ব্যবস্থাও করা হয়েছে। যা কুড়িল থেকে ভেন্যুতে নিয়ে যাবে। যারা কনসার্টের টিকেট কেটেছেন, এ বিষয়ে তাদের ইমেইলে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও ভিডিওতে বলেন
১৮ অক্টোবর প্রয়াত কিংবদন্তী শিল্পী আয়ুব বাচ্চুর মৃত্যু দিন। বিশেষ এই দিনে অনুষ্ঠিতব্য কনসার্টটি উৎসর্গও করা হয়েছে বাংলা রকের এই বর্ষীয়ান গায়কের স্মরণে!
আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, আশি ভাগের বেশী টিকেট বিক্রি হয়ে গেছে। অনলাইনে ‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক টিকেট কাটতে পারছেন। সাইটে দুই ক্যাটাগরিতে টিকেট পাওয়া যাচ্ছে। ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।
ইমা জানিয়েছেন, আয়োজনটি শুরু হবে বিকেল ৪টায়, আর শেষ হবে রাত ১০টায়।









