লুইস দিয়াজ আসলেন, গোল করলেন, চাম্পিয়ন হলেন, বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই উজ্জ্বল তিনি। ক্যারিয়ারে শিরোপাখরা কাটাতে না কাটাতেই দ্বিতীয় শিরোপাও ছুঁলেন হ্যারি কেন। ফ্রেঞ্জ বেকেনবাওয়ার জার্মান সুপার কাপে স্টুটগার্টকে হারিয়ে নিজেদের ১১তম শিরোপা জিতেছে বায়ার্ন। জয়কে বিশেষ আখ্যা দিয়েছেন কোচ ভিনসেন্ট কোম্পানি।
স্টুটগার্টের মাঠ এমএইচপি অ্যারেনা স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে বায়ার্ন। গোল করেছেন হ্যারি কেন এবং সদ্য যোগ দেয়া লুইস দিয়াজ। স্টুটগার্টের একমাত্র গোলটি জেমি লিউইলিংয়ের। জার্মান এবং বায়ার্ন কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের নামে এক ম্যাচের শিরোপা নির্ধারণী লড়াই আয়োজন করা হয়।
কিংবদন্তির নামে শিরোপা জেতা বিশেষ, বলছেন বায়ার্ন কোচ। ম্যাচের পর কোম্পানি বলেছেন, ‘শিরোপাটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটির সাথে জড়িয়ে আছে আমাদের কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের নাম। বায়ার্ন মিউনিখের জন্য তার নামটি সবসময় বিশেষ, শিরোপাটিও আমাদের জন্য খুবই বিশেষ।’
তুলনামূলক অন্যসব ক্লাবের চেয়ে বায়ার্ন কম প্রাক-মৌসুম ম্যাচ খেলেছে। কোম্পানি বলছেন, , ‘স্টুটগার্ট শক্ত প্রতিপক্ষ। তাদের সাথে খেলাটা সহজ ছিল না, কিন্তু আমরা ভালো খেলেছি। আমরা আরও প্রাক-মৌসুম খেলতে চেয়েছিলাম, সেটি খেলতে দেয়া হয়নি। শিরোপা দিয়ে মৌসুম শুরু করাটা বিশেষ, সুযোগটা আমরা পেয়েছি, এটা আমাদের লক্ষ্য ছিল।’
শুক্রবার মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মুখোমুখি হবে রেডবুলস-লেইপজিগের, ম্যাচ হবে রাত সাড়ে ১২টায়।









