ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ (১১ জুলাই) শুক্রবার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই যানজট, যা শুরু হয় গতকাল সন্ধ্যায়। এই ভয়াবহ অবস্থার জন্য অনেকেই দায়ী করছেন দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে।
স্থানীয় বাসিন্দা, গাড়ী চালক ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ফোর লেইন নির্মাণ কাজের কারণে সড়ক সরু হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় তৈরি হয়েছে বড় বড় গর্ত।
তারা জানান, এই পরিস্থিতিতে দুটি মোড়ের দুর্বল ব্যবস্থাপনাও যুক্ত হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। যানযট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ কাজ করছে।









