নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ইউনিয়নের সাহাপাড়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও দোকান ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনায় করা মামলায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রোমান মোল্লা (২৫) তিনি কুমড়ি গ্রামের আবু তালেব মোল্লার ছেলে।
এর আগে নাশকতার মামলার পরিপ্রেক্ষিতে রোববার রাতে লোহাগাড়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ঘটনায় ২০০ থেকে আড়াইশো জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা করে।
বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে এই পাঁচ জনকে শনাক্ত করা হয়। তবে এদের মধ্যে কারোরই রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।








