সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে নিরাপত্তাজনিত কারণে কারাতে চ্যাম্পিয়নশিপের ওই আসর হবে না বাংলাদেশে। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
নয়না চৌধুরী জানান, ‘চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ থেকে সরে গেছে। সরে যাওয়ার সিদ্ধান্তটি আসে গত জুলাই মাসের ২৪ তারিখ। নিরাপত্তার জন্যই এ অবস্থা তৈরি হয়েছে।’
‘আসরটি বাংলাদেশে হলে আমরা অংশগ্রহণ করতে পারতাম। আমাদের বাছাইপর্ব শেষ হয়েছিল, খেলোয়াড়েরা নিয়মিতভাবে অনুশীলন করছিল। তারা ক্যাম্পে উঠবে বলে তৈরি হচ্ছিলো, আমরা কাদের কাদের কোথায় উঠাব তৈরি হয়েছিল। সিনিয়রগ্রুপ আর্মি স্টেডিয়াম বা বিকেএসপিতে ক্যাম্পেইন করবে। সবকিছুর প্রস্তুতি যখন শেষ, সেই মুহুর্তে এ আন্দোলন শুরু হয়েছিল।’
ক্রীড়া উপদেষ্টার বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে কোনো সাহায্য চাইবেন কি না এমন প্রশ্নে চৌধুরী জানান, ‘এই মুহুর্তে আমরা আসলে আর কমনওয়েলথ নিয়ে চিন্তা করছি না। নভেম্বর মাসে ন্যাশনাল আছে আমাদের, সেখানে অনেক বেশি খেলোয়াড় আসে, সেটার জন্য যদি জায়গা পাই তাহলে ওটার আয়োজন করে ফেলব। অন্যান্য বিভাগীয় যে প্রতিযোগিতা আছে সেগুলো এবং জেলা পর্যায়ে ট্রেনিংটা শুরু করব।’
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ৪০টি দেশের অংশগ্রহণের কথা ছিল। আসরটি এখন সাউথ আফ্রিকার ডারবানে হবে বলে জানা গেছে। প্রতিযোগিতার সময়ও বদলে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক জটিলতার কারণে বাংলাদেশ থেকে সরে যায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঢাকা ও সিলেটে ১০ দল ও ২৩ ম্যাচের ওই বিশ্বকাপ আসর হওয়ার কথা ছিল। বিশ্বকাপের ওই আসর এখন হবে সংযুক্ত আরব আমিরাতে।









