২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করার কথা ছিল অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়ার। বাজেট সংক্রান্ত জটিলতায় আয়োজনের পরিকল্পনা বাতিল করেছে তারা। অনিশ্চিত হয়ে পড়েছে গেমসের ওই আসরটি।
কমনওয়েলথভুক্ত দেশ ও অঞ্চলগুলোর মধ্যে একটি বহু-ক্রীড়া প্রতিযোগিতা আসর কমনওয়েলথ গেমস। প্রতি চার বছর অন্তর হয়। ২০২৬ সালের গেমসের জন্য ভিক্টোরিয়াকে ২০২২ সালের এপ্রিলে আয়োজক ঘোষণা করা হয়েছিল। তবে গেমসগুলোর আয়োজন খরচ বৃদ্ধির কারণে পরিকল্পনা বাতিল করেছে ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী ড্যান অ্যান্ড্রুজ বলেছেন, ‘প্রাথমিক অনুমান ছিল গেমসের জন্য ২.৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার খরচ হবে। কিন্তু নতুন অনুমান অনুযায়ী খরচ হবে প্রায় ৭ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার। যা ভিক্টোরিয়ার জন্য খুব বেশি।’
ভিক্টোরিয়ার এমন সিদ্ধান্তে ‘হতাশ’ কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ)। আসরটির জন্য নতুন আয়োজক খুঁজছে তারা। সংস্থাটি বলেছে, ‘সিজিএফ এই সিদ্ধান্তকে অত্যন্ত হতাশাজনক অভিহিত করছে এবং একটি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ।’








