Advertisements
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় এবারও ফুটেছে ভিনদেশি ফুল ‘টিউলিপ’। বেসরকারি উদ্যোগে ২০২২ সালে পরীক্ষামূলক চাষে সাফল্যের পর এ বছর বাণিজ্যিকভাবে ১শ’ শতক জমিতে টিউলিপের চাষ করা হয়।






