Advertisements
আইনের মধ্যে থেকে আদেশ দেওয়ার পরও আদালত নিয়ে যথে”ছা মন্তব্য করাসহ চরিত্রহননের চেষ্টা করা হ”েছ বলে ক্ষোভ প্রকাশ করেছেন সর্বো”চ আদালত। প্রধান বিচারপতি বলেছেন, আদালতকে সম্মানের সাথে না দেখা দুর্ভাগ্যজনক। এক বিচারকের ঘটনা নিয়ে মামলার আপিল শুনানিতে তিনি বলেছেন, আদালতের হাত লম্বা হলেও সব কিছু করা যায় না; এ কারণে সিনিয়র আইনজীবীদের ভূমিকা রাখতে হবে।






