Advertisements
বছরের পর বছর, তাপমাত্রার রেকর্ড যেন ভেঙেই চলেছে। এই আগুন গরমের মাঝে, এসির শীতল বাতাস হয়ে উঠছে প্রাণ বাঁচানোর শেষ ভরসা। তবে এসির এই শীতল বাতাসই পৃথিবীর জন্য হয়ে উঠছে দীর্ঘশ্বাস। তাই, আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখতে এসি ব্যবহারেও প্রয়োজন পরিকল্পনা। সচেতনভাবে এসি ব্যবহার করে আমরা ভালো রাখতে পারি পৃথিবীকে।








