ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর স্নাতকোত্তর করা এক কবি শতাব্দী এষ শ্বেতা। অনেক বই পড়েন, আর কবিতা লেখেন, কঠিন কঠিন শব্দ সাজিয়ে সুন্দর সব কবিতা। পড়লে মনে হয় শব্দ দিয়ে কেউ বুঝি অপূর্ব কোন ছবি এঁকেছে কাগজের ক্যানভাসে, অসাধারণ সেসব কবিতা।
জন্মগত থ্যালাসেমিয়াকে সঙ্গী করে জীবনকে এগিয়ে নিয়ে চলা শতাব্দীর কলম আজ থমকে যেতে বসেছে লিভার ক্যান্সারের জন্য।
থ্যালাসেমিয়ার চিকিৎসা চলাকালীন সময়েই ২০০৯ সালে স্প্লিন/প্লীহা রিমোভাল সার্জারি এবং ২০১৭ সালের গলব্লাডার/পিত্তথলি সার্জারি হয় শতাব্দীর, সাথে থাইরয়েড ও হেপাটাইসিস সি’র সমস্যাও ছিল। এরপরেও হাল ছাড়েননি শতাব্দী আর তার পরিবার, আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবদের সহযোগিতায় সম্পন্ন হয় ব্যয়বহুল চিকিৎসা।
গতবছর হঠাৎ করে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় যখন মেডিকেল টেস্ট করা হয়, শতাব্দীর শরীরে ধরা পরে লিভার ক্যান্সার, ডাক্তাররা বলে দেন যে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট না করলে আয়ুষ্কাল আর মাত্র এক বছর।
পুরো লিভার ট্রান্সপ্লান্ট অপারেশনে খরচ হবে ৮০ লাখ টাকার মত, যা শতাব্দীর পরিবারের জন্য খুবই ব্যয়বহুল। তারপরেও শতাব্দীর পরিবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে হলেও শতাব্দীর চিকিৎসাটুকু করতে, শতাব্দীর নামের মতই শতাব্দীকে ১০০ বছর পরমায়ু দিতে।
আসুন আমরাও এগিয়ে আসি শতাব্দীর জন্য। যে যতটুকু পারি মানসিকভাবে কিংবা আর্থিকভাবে সহযোগিতা করি শতাব্দীকে। আমাদের শুভকামনা এবং ভালোবাসায় শতাব্দী যেন আবার সুস্থ হয়ে উঠে, আবার কলম হাতে নেয়।
আমরা বর্তমানে শতাব্দীর জন্য তহবিল সংগ্রহ করছি নিচের অ্যাকাউন্টগুলোর মাধ্যমে:
বিকাশ এবং নগদ
মন্দিরা এষ (শতাব্দীর বোনের বিকাশ): +৮৮ ০১৯২১০০৬৬২৭
ছবি ভৌমিক (শতাব্দীর মা বিকাশ এবং নগদ ) +৮৮ ০৯৩১৫৫১ ১৮৬৫
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ৪৪৩৯ ৬০১০১ ৯০৩৩, অ্যাকাউন্ট হোল্ডার: শতাব্দী এষ
ব্যাংক: সোনালি ব্যাংক পিএলসি
ব্রাঞ্চ: বেগম রোকেয়া সরণি, পশ্চিম মণিপুর, ঢাকা, বাংলাদেশ
ব্রাঞ্চ কর্ড: ০৬৭
সুইফট কর্ড: BSONBDDH
রুটিং নম্বর: ২০০২৬০৬৭৯









