কোপা আমেরিকায় এবার শুরুতে ফেভারিটের তালিকায় ছিল না কলম্বিয়া। দারুণ খেলে ফাইনালে পৌঁছে গেছে দলটি। আর মাত্র একটি বাধা, আর্জেন্টিনাকে হারালে নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জিতবে। সেজন্য খেলোয়াড়দের সেরাটা দেয়ার মন্ত্র বাতলে দিয়েছেন কোচ নেস্ত্রো লরেঞ্জো।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্য আলবিসেলেস্তেদের, কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশায় কলম্বিয়া।
ফাইনালের আগে জয় নিয়ে লরেঞ্জোর ভাবনা এমন, ‘সবকিছুর চ্যাম্পিয়নদের হারাতে আমাদের কলম্বিয়ার সর্বোত্তম সংস্করণটা প্রয়োজন। যদি আমরা খারাপ পারফর্ম করতাম তাহলে এখানে আসতে পারতাম না। কিন্তু আর্জেন্টিনাকে হারাতে আপনাকে সেরা হতে হবে এবং প্রতিটি খেলোয়াড়কে কয়েকগুণ করে দিতে হবে।’
আর্জেন্টিনাকে হতাশ করতে পারে কলম্বিয়া, এমন দাবি লরেঞ্জোর। বলেছেন, ‘কারণ আমরা এখনও খুশি নই। এ দলটি বেশ ক্ষুধার্ত। আমি তাদের বলেছি আর্জেন্টিনাকে হারাতে তোমাদের সেরাটা দিতে হবে। তারা আরও আত্মবিশ্বাসী কাজটি করতে পারবে।’
‘এখন আর উল্লাস এবং উশৃঙ্খল ভক্ত নেই। আমরা প্রতিনিয়ত বড় আসরের ফাইনালে পৌঁছাতে চাই এবং ভক্তদের বেশি সময় অপেক্ষা করাতে চাই না। কিন্তু সেরা অবস্থানে থাকাটা সহজ নয়। এ দলের দারুণ ভবিষ্যৎ রয়েছে। আমি আশা করছি ভবিষ্যতে তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং তাদের ফাইনালে দেখে চমকিত হবে না।’









