আরব উপসাগরের উপকূলীয় তেল সমৃদ্ধ দেশ কুয়েতে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে জানুয়ারির শুরু থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মরুভূমি এলাকায় বরফ জমে গেছে।
কুয়েতের আবহাওয়া অধিদপ্তর স্থানীয় গণমাধ্যমকে পূর্বাভাস দিয়েছে, শীতের তীব্রতা চলমান থাকবে। বৃহস্পতিবার ভোরে কুয়েতের সৌদি সীমান্ত সালমী ও বোবিয়ান দ্বীপের কাছে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
কুয়েত প্রবাসী শাহ আলী ওমর জানান, দেশটির মরু অঞ্চল মতলা এলাকায় শীতের তীব্রতা এতো বেশি বৃদ্ধি পাচ্ছে যে, খনন করা সুইমিং পুলের পানি ও পাত্রে রাখা খাবার পানিও বরফ জমেছে।
ইরাক সীমান্ত আবদালী, আহম্মদী এলাকায় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সপ্তাহের শুরুতেই বজ্রঝড়ের সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রের ঢেউ ছয় ফুটের ও বেশি হবে এবং আরব উপসাগর উত্তাল থাকবে।
সূত্র আরও জানায়, দেশটিতে দক্ষিণ পূর্ব দিকের বাতাস ঘণ্টায় ১২ থেকে ৩৮ কিলোমিটারের মধ্যে হালকা থেকে মাঝারি গতিতে প্রবাহিত হবে। কখনও কখনও ঘণ্টায় ১৫ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে সক্রিয় থাকবে। যার ফলে সমুদ্রের ঢেউ ছয় ফুটের ও বেশি হবে।
উত্তর-পশ্চিম দিক থেকে মরুভূমির দিকে প্রচণ্ড বাতাস বইতে থাকায় কুয়েতে শীতের তীব্রতা বাড়ছে।









