দেশের শীতপ্রবণ জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই আছে ঈশ্বরদী। অঞ্চলটির সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। অঞ্চল দুইটির উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। শীতে স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এদিকে ঢাকায় সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯ টায় দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি তাই শীতের অনুভূতি হচ্ছে বেশি।
সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রচণ্ড ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে। গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য এই আবহাওয়া আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে।
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে গরম কাপড় বিতরণের কার্যক্রম শুরু করেছে। তবে এলাকাবাসীর দাবি, আরও বেশি সহায়তা প্রয়োজন।
ঠাণ্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, সর্দি-কাশি এবং হাঁপানি বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা শিশু এবং বয়স্কদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
আগামী কয়েকদিন চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।









