Site icon চ্যানেল আই অনলাইন

দেশের কয়েকটি জায়গায় হতে পারে বৃষ্টি

সারাদেশেই তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ পরিস্থিতির যখন উন্নতি হচ্ছে ঠিক তখনই নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে এখনই কমছেনা শীত।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ ২৬ জানুয়ারি শুক্রবার রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে কুয়াশা কমে যাবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বৃষ্টি।

আজ সারাদিনে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও  আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

Exit mobile version