লোকগানকে আধুনিক রিমিক্সে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। এবার সেই ‘মহা জাদু’ই দেখালেন তিনি কোক স্টুডিও বাংলার মঞ্চে।
প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় গান করলেন হাবিব ওয়াহিদ। দীর্ঘদিন ধরে শ্রোতাদের প্রশ্ন ছিল—কেন তাকে এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ‘মহা জাদু’ গান দিয়ে তিনি যেন মাতিয়ে তুললেন ভক্তদের।
প্রকাশের পরপরই গানটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই নিজেদের সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে লিখছেন প্রশংসার কথা। আর হাবিব ভক্তরা উচ্ছ্বাসে ভরিয়ে তুলেছেন প্ল্যাটফর্মটি।
তবে শুধু হাবিব নন, গানটিতে দুর্দান্ত কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান এটি। এর গীতিকার কবি খোয়াজ মিয়া, যিনি লোককবি দুর্বিন শাহর শিষ্য ছিলেন।
গানটি নিয়ে কোক স্টুডিও বাংলা বলেছে,
“বাংলার আধ্যাত্মিকতা আর ফারসি কবিতার মিলনে জন্ম নিয়েছে এক অনন্য সুর, যেখানে প্রেম হৃদয়কে নাড়া দেয়, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতার মতো। ‘মহা জাদু’ উদ্যাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরি টান।”









