গোপালগঞ্জ জেলা শহরের পোস্ট অফিস এলাকায় অবস্থিত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের সরকারি বাসভবন লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার ২৮ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো ওই সময় এলাকায় রিকশা, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল ছিল। হঠাৎ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দে পোস্ট অফিস এলাকা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত করতে কাজ চলছে। কেন এই হামলার ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত করে দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।








