বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা শেখ হাসিনার কাজ।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিক্ষোভ মিছিল করে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা হাসিনার কাজ। থেমে থেমে বোমা ফোটান। চোরের মতো ককটেল ফাটিয়ে লাভ নেই। হাসিনা ১৬ বছরেও দমাতে পারেনি।
প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনীতির দর্শন হচ্ছে স্বাধীনতার চেতনা। এ দর্শন বিএনপির সকল নেতাকর্মীর রক্তে প্রবাহিত। একাত্তরে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা, তেমনি বেগম খালেদা জিয়া এরশাদের মতো গণতন্ত্র হত্যাকারীর হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছেন। এবং ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে জনতাকে সংগঠিত করেছে তারেক রহমান। সেই দলকে ভয় দেখাবেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অনেক ঘটনায় দেখা যাচ্ছে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পানি ঘোলা করে লাভ নেই।
জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না। দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত ১০টার দিকে একটি, এরপর রাত পৌনে ১১টায় আরও দুটি ককটেল ছুঁড়ে মারে দুষ্কৃতিকারীরা। এসময় বিকট শব্দে কেঁপে উঠে ওই এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী চলন্ত অবস্থায় ককটেল ছুড়ে মারে। এরপর তারা দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।









