চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে পাওয়া একটি সন্দেহজনক সাদা রঙের পাউডারকে কোকেন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে পাউডারটি খুঁজে পায় সিক্রেট সার্ভিস এজেন্টরা। ওয়েস্ট উইংয়ের যেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি রয়েছে সেখানে পাউডারটি খুঁজে পাওয়া যায়।
এটি খুঁজে পাওয়ার পর ফায়ার এবং জরুরী পরিষেবা কর্মীরা পাউডারটি পরীক্ষা করার জন্য হোয়াইট হাউসে পৌঁছান। তাদের প্রাথমিক পরীক্ষায় জানা গেছে যে, পাউডারটি কোকেন ছিল।
প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব থাকা একটি সংস্থার পক্ষ থেকে বলা হয়, কীভাবে এটি হোয়াইট হাউসে এলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ওয়েস্ট উইং হোয়াইট হাউসের এমন একটি অংশ যা রাষ্ট্রপতির বাসভবন ও নির্বাহী ভবনের সাথে সংযুক্ত। ওভাল অফিস, মন্ত্রিপরিষদ কক্ষ এবং প্রেস রুম, রাষ্ট্রপতির স্টাফ সদস্যদের অফিস রয়েছে এদিকে। এখানে প্রায়ই পরিদর্শন বা কাজে শত শত মানুষ এসে থাকেন।








