চলতি মৌসুমটা ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশন থেকেও অনেক দূরে রয়েছে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে। দলের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে হতাশ কোচ পেপ গার্দিওলা। তার মতে, আগামী ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও বোনাস পাওয়ার যোগ্য নয় তার দল।
যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন আঙ্গিকে গড়াবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মত ৩২টি দল অংশ নেবে সেখানে। ম্যানচেস্টার সিটি খেলবে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালির জুভেন্টাস, মরক্কোর ওয়াইদাদ ও সংযুক্ত আরব আমিরাতের আল আইন।
ক্লাব বিশ্বকাপের জন্য সব মিলিয়ে ৭৭ কোটি ৫০ লাখ ইউরোর বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে চ্যাম্পিয়ন সর্বোচ্চ ৯ কোটি ৭০ লাখ ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার পেতে পারে। মোট প্রাইজমানির ৪০ কোটি ৭০ লাখ ডলার অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে। বাকি ৩৬ কোটি ৮০ লাখ ডলার মিলবে পারফরম্যান্সের ভিত্তিতে।
চলতি মৌসুমে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে দলটি। ২৯ ম্যাচে তাদের ঝুলিতে ৪৮ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফপর্ব থেকে ছিটকে গেছে। কারাবাও কাপ থেকেও বিদায় নিয়েছে। টিকে আছে কেবল এফএ কাপে। ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ আছে ম্যানসিটির সামনে।
তবে গার্দিওলা মনে করেন, ওই প্রতিযোগিতায় জিতলেও পুরো অর্থ সিটিজেনদের কোষাগারে যাওয়া উচিত। খেলোয়াড়, কোচ ও স্টাফদের কোনো বোনাস পাওয়া উচিত নয়, ‘এই মৌসুমে আমরা বোনাস পাওয়ার যোগ্য নই। যদি আমরা ক্লাব বিশ্বকাপ জিতি, আমি জানি না সেটা কত টাকার ব্যাপার, কিন্তু এটা ক্লাবের জন্য। কোচ, স্টাফ ও খেলোয়াড়রা এটার যোগ্য নয়।’









