সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধান উপদেষ্টা নারী দলকে ‘স্পিরিট ধরে রেখে’ এগিয়ে যেতে দিকনির্দেশনা দিয়েছেন। একইসাথে তাদের বিভিন্ন সমস্যার কথা লিখিত আকারে দিতে বলেছেন নারীদের। চ্যাম্পিয়ন দলের সদস্যদের দুইমাসের বকেয়া বেতন সংক্রান্ত যাবতীয় জটিলতা শেষ করতে বাফুফেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আর্থিক অনিয়ম পেলে আইনগত পদক্ষেপ নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।








