পাকিস্তানের বিরোধি দলীয় নেতা ইমরান খান ও তার সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ইমরান খানকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইমরান খানের সমর্থকেরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। পরে সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ।
ইমরান খান বিবিসিকে বলেন, পুলিশ তাকে গ্রেফতার করার আগেও প্রচেষ্টা চালিয়েছিল তবে এবার তাকে কারাগারের পিছনে ফেলতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তার দল যাতে অংশ না নেয় সেজন্য কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমি কারাগারে থাকি বা না থাকি তারা আমার দলের জয় ঠেকাতে পারবে না।
লাহোরে এ ঘটনায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ তুলেছেন তার বাসভবনকে উদ্দেশ্য করে পুলিশ টিয়ার গ্যাসহ গুলি করে।
ইমরান খান গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছিলেন কিন্তু চলতি বছরের শেষের দিকে নির্বাচনের আহ্বান জানিয়ে তার দলের জয়ের কথা বলেছেন।
নভেম্বরে সমাবেশে তার ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টার জন্য মোহম্মদ শরীফকে দায়ী করেন। সেই ঘটনায় তিনি পায়ে আঘাত পান।








