কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তর নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সবুজ নামের এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এ ঘটনায় কারা আহত হয়েছেন এবং ঘটনার সূত্রপাতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।








