সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে জুলাই-আগস্টে অভ্যুত্থানের পক্ষে থাকা নাগরিক সমাজ প্রফেসর ইউনূসের সরকার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি-না সেব্যাপারে সংশয় প্রকাশ করেছে। নির্বাচিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা এবং নতুন সরকারের জন্য করণীয় নিয়ে সুপারিশ জানাতে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন তারা। নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রæপের সদস্যরা বলেন, সরকার একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে।








