বেসামরিক বিমান চলাচল নীতিমালা সংশোধন হতে যাচ্ছে। বেসরকারি এয়ার ওয়েজ উদ্যোক্তাদের সাথে আলোচনায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে এই আশ্বাস দেওয়া হয়।
মঙ্গলবার ১৯ নভেম্বর সচিবালয়ে এভিয়েশন অপারেটস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)-এর সাথে বেসামরিক বিমান চলাচল বিষয়ে পর্যালোচনা সভা হয়। এতে উদ্যোক্তাদের পক্ষ থেকে চলমান বিভিন্ন সমস্যা উপস্থাপন এবং পুরনো আইন সংশোধনের প্রস্তাব করা হয়।
পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান।
উদ্যোক্তাদের পক্ষে নভো এয়ার এর মফিজুর রহমান, ইউএস বাংলার আব্দুল্লাহ আল মামুন, ইমম্প্রেস এভিয়েশনের মাহমুদ মামুন, বসুন্ধরা এয়ার ওয়েজের মোস্তাফিজুর হক, এস্ট্রা এয়ার ওয়েজের ক্যাপ্টেন ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।









