নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দুদলের ৯ গোলের ম্যাচে সিটির হয়ে প্রিমিয়ার লিগে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়ে তারকা আর্লিং হালান্ড। জোড়া গোল করেছেন ইংলিশ তারকা ফিল ফোডেন।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ফুলহ্যামের মাঠে ৫-৪ ব্যবধানে জিতেছে সিটি। স্বাগতিকরা প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়ে এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে। পরে চার গোলে পিছিয়ে থেকে সিটির জালে আরও তিন গোল জড়ায় ফুলহ্যাম।
প্রথমার্ধের ১৭ মিনিটে ফুলহ্যামের জালে বল জড়ান হালান্ড। সঙ্গে বনে যান প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের মালিক। তিজানি রেইন্ডার্স ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মূহুর্তে ফোডেনের প্রথম গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
অবশ্য যোগ করা সময়ে এমিলি স্মিথ রোয়ের গোলে ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে ফোডেন করেন দ্বিতীয় গোলটি। ছয় মিনিট পর স্যানডার বার্জে নিজেদের জালে বল পাঠালে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
এরপর বাকি সময়ে সমতায় ফিরতে না পারলেও সিটির জালে একে একে তিনটি গোল পাঠায় ফুলহ্যাম। অ্যালেক্স লবি ৫৭ মিনিটে ও স্যামুয়েল চুকুয়েজে ৭২ ও ৭৮ মিনিটে করেন জোড়া গোল।
সিটি প্রথমার্ধে ফুলহ্যামের গোলপোস্ট মুখে আট শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধে চারটি শট নিয়ে লক্ষ্যে রাখে একটি।
প্রথমার্ধে মাত্র তিনটি শট নেয়া ফুলহ্যাম বিরতির পর সিটির গোলমুখে ৯টি শট পাঠায়। যার ছয়টি ছিল লক্ষ্যে।
পেপ গার্দিওলার সিটি ১৪ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়তে আছে। শীর্ষে থাকা আর্সেনালের ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট।









