ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম কাউন্সিলর অফিস থেকে আঞ্চলিক অফিসে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ আঞ্চলিক অফিস থেকে নেওয়া যাবে।
মঙ্গলবার (১ অক্টোবর) করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে।
বলা হয়েছে, নাগরিক সনদ, ওশারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা যে সকল সনদ পেতেন এখন থেকে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মাধ্যমে দেয়া হবে।









