এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ। তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ইতালিয়ান তারকা জান্নিক সিনার। ২২ বর্ষী তারকা এবারই প্রথম এটিপির শীর্ষে উঠলেন।
সিনার ইতালির ইতিহাসে প্রথম তারকা যিনি এ চূড়ায় উঠলেন। বছরের শুরুতে তিনি র্যাঙ্কিংয়ের চারে ছিলেন। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে র্যাঙ্কিংয়ে এগিয়েছিলেন। এরপর ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলে শীর্ষস্থান পোক্ত করলেন।
প্রথমবার শীর্ষে ওঠার প্রতিক্রিয়ায় সিনার বলেছেন, ‘এটি কাজের নৈতিকতার দুর্দান্ত একটি ফলাফল উপস্থাপন করে। এ বছর এটি আমার এবং আমার দলের লক্ষ্য ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য সবসময় একজন খেলোয়াড় হিসেবে এবং একজন ব্যক্তি হিসেবে নিজের উন্নতি করা। আমার মনে হয় দলের পাশাপাশি যা করছি তা খুব খুশি এবং সন্তুষ্ট হওয়ার মতো।’
জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জেতা স্পেনের কার্লোস আলকারাজ র্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছেন। এ তারকার এখন শুধু অস্ট্রেলিয়ান ওপেন জেতা বাকি।









