ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই জেলায়। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা বাড়ছে এবং দ্রুত কমছে তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, তখনও আর্দ্রতা ছিল একই মাত্রায়।
তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছে। শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
এদিকে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।









