আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে ১৩৫ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ক্যারিবীয়দের তারকা সাবেক ক্রিস গেইল। ৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন তার স্বদেশি নিকোলাস পুরান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয়েছিল পুরানদের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচে ব্যাটে ঝড় তোলেন পুরান। ৪৩ বল খেলে ৭ চার ও ৯ ছক্কায় করেন ৯৭ রান।
৯ ছক্কা হাঁকিয়ে তিনি এক পঞ্জিকাবর্ষে মোট ছক্কা সংখ্যা ১৩৯এ নিয়ে যান। বছর শেষ হতে বাকি আরও চার মাস। এরমধ্যেই ২০১৫ সালে গেইলের করা বিশ্বরেকর্ড নিজের করে নিলেন পুরান।
এপর্যন্ত বছরে ন্যূনতম ১০০টি ছক্কা হাঁকানোর ঘটনা আছে ৮টি। ছয়টিই গেইলের। বাকি দুটির একটি আন্দ্রে রাসেলের, যিনি ২০১৯ সালে মেরেছিলেন ১০১ ছক্কা। তৃতীয় ক্যারিবীয় হিসেবে পুরান বছরে ১০০ ছক্কার ঘরে ঢুকে গেইলের বিশ্বরেকর্ডই কেড়ে নিলেন। গেইলকে ১৩৫ ছক্কার জন্য ৩৬ ইনিংস খেলতে হলেও তাকে ছাড়িয়ে যেতে পুরানের লেগেছে ৫৭ ইনিংস।









