যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও হচ্ছে না ব্যতিক্রম। আট দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় এবার থাকছে ছোট কাকু সিরিজের নতুন নাটক, নাম ‘হবিগঞ্জের হরবোলা’।
ঈদ অনুষ্ঠান মানেই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে ছোট কাকু সিরিজের নাটক। আট পর্বের এই নাটকটি বরাবরই নির্মাণ করছেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোট কাকু সিরিজের নতুন এই নাটকটি পরিচালনার পাশাপাশি এতে ছোটকাকু চরিত্রে অভিনয়ও করছেন আফজাল হোসেন। তিনি ছাড়াও এবার এই নাটকে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, তানভীর হোসেন প্রবাল, দীপা খন্দকার, ফারুক আহমেদ, বিশাল চৈতি মারজিয়া, মনজুরসহ অনেকে।
এবার ছোট কাকু সিরিজের নতুন এই নাটকটিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ইতোমধ্যে এই নাটকে তার লুক নিয়ে বেশ কয়েকটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দেখা যাবে ‘হবিগঞ্জের হরবোলা’।









