দুদিন আগে (মঙ্গলবার রাতে) আংটিবদলের খবর নিজেই জানিয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। সেই সঙ্গে জানান, খুব শিগগির তিনি বিয়ে করতে চলেছেন।
শুধু বাগদানের খবর নয়, সঙ্গে হবু স্বামীর সঙ্গে ছবিও পোস্ট করেছেন নিজের ফেসবুকে। দুটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন,“বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি। আমাদের স্বর্গীয় ভালোবাসা আর আপনাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।”
লাল সেলোয়ার কামিজ ও লাল পাঞ্জাবিতে দেখা গেছে চমক ও তার হবু স্বামীকে। অন্য একটি ছবিতে দেখা গেছে দুজনের হাতে আংটি। পাত্রের ছবি প্রকাশ করলেও তার পরিচয় জানাননি চমক।
তবে একাধিক সংবাদমাধ্যম বলছে, চমকের হবু স্বামীর নাম আজমান নাসির। পেশায় তিনি ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।









