চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি ও চাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মাহমুদুর রহমান মান্না বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই আমার রাজনৈতিক জন্মভূমি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি রাজনৈতিক ও সাহিত্যিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই মানুষ।
মান্না বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুইবার ভিপি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু একদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করিনি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার বেড়ে ওঠা, গড়ে ওঠা—রাজনৈতিকভাবে বা সাহিত্যগতভাবে—সবই এখানে। ১৯৬৮ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছিলাম। তখন বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মাত্র ৮১ জন ছাত্র ছিল এবং চারটি বিভাগে অনার্স কোর্স চালু ছিল।
উল্লেখযোগ্যভাবে, দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ করান সংশ্লিষ্ট প্রভোস্ট ও হোস্টেল ওয়ার্ডেনরা।
মাহমুদুর রহমান মান্না ১৯৭২ সালে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। পরবর্তীতে ১৯৭৯ ও ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর দুইবারের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। তখন তিনি ছিলেন জাসদ ছাত্রলীগের নেতা।









