সিলেট থেকে: বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে হারের পর টানা দুই জয় তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে শেষদিনের খেলায় ষষ্ঠ ম্যাচে এসে আবারও হার দেখল দলটি। চিটাগং কিংসের কাছে ৩০ রানে হেরেছে সুরমাপাড়ের সারথীরা। অন্যদিকে চতুর্থ ম্যাচে এসে তৃতীয় জয় পেয়েছে চিটাগং।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ পর্বের শেষদিনের প্রথম ম্যাচে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় সিলেট। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২০৩ রান তোলে চিটাগং। জবাবে ৮ উইকেটে ১৭৩ রানে যেতে পারে সিলেট।
আগে ব্যাটে নামা চিটাগংয়ের ফিফটি পেয়েছেন দুজন। ৩৫ বলে ৫৩ রান করেন উসমান খান। গ্রাহাম ক্লার্ক ৩৩ বলে ৬০ রান করেন। ১৯ বলে ২৮ রান করেন মোহাম্মদ মিঠুন। শেষদিকে হায়দার আলীর ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে দুইশ পেরোয় চিটাগং।
সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ২ উইকেট নেয়। নাহিদুল ইসলাম, রুবেল মিয়া ও আরিফুল হক নেন একটি করে উইকেট।
জবাবে সিলেটের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। মাঝে জাকের আলী অনিক ও জর্জ মুন্সে সিলেটের জয়ের স্বপ্ন দেখান। ৩৭ বলে ৫২ রান করে মুন্সে ফিরে গেলে আশা ফিকে হয়ে যায়। জাকের আলী ২৩ বলে ৪৭ রানের ইনিংসেও জয় আনতে পারেননি।
স্বাগতিকদের হয়ে বাকিদের মধ্যে জাকির হাসান ১৯ বলে ২৫ রান এবং অ্যারন জোন্স ১৮ বলে ১৫ রান করেন।
চিটাগংয়ের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট নেন। আলিস আল ইসলাম নেন দুই উইকেট।









