আগের ম্যাচেই নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ফিফটিতে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও ধারাবাহিকতা দেখা গেল। দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে উজ্জ্বল নাঈম-রসিংটন। দুজনের ফিফটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে শেখ মেহেদীর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট স্ট্রাইকার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের সংগ্রহ গড়ে। জবাবে ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। আসরে ৪ ম্যাচে তৃতীয় জয় পেল দলটি। পাঁচ ম্যাচে তৃতীয় হার দেখল সিলেট।
আগে ব্যাটে নামা সিলেট ব্যাটিং ধস দেখেছে। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে। আজমতউল্লাহ ওমরজাই ও পারভেজ হোসেন ইমনের ৩৩ রানের জুটিতে ম্যাচে ফেরে। দলীয় ৭৭ রানে ইমন ফিরে যান ২২ বলে ১৭ রান করে। ১১১ রানে আজমতউল্লাহ ওমরজাই আউট হন, ৪১ বলে ৪৪ রান করে। ১২৬ রানে থামে স্বাগতিক ইনিংস। ব্যাটারদের মধ্যে রাহাতুল ফেরদৌস ১৭, জাকির হাসান ১৫ এবং নাসুম ১৩ রান করেন।
চট্টগ্রাম বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ও মির্জা তাহির বেগ নেন দুটি করে উইকেট।
রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ১১৫ রান তোলেন নাঈম শেখ ও রসিংটন। ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রানে নাঈম আউট হলে জুটি ভাঙে। সাদমান ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করেন রসিংটন। ৮ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৭৩ রান করেন রসিংটন। সাদমান ৬ বলে ৩ রানে অপরাজিত থাকেন।
সিলেটের একমাত্র উইকেটটি নিয়েছেন রাহাতুল ফেরদৌস।









