বিপিএল চলতি আসরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন চট্টগ্রাম রয়্যালস বোলাররা। ভালো শুরু পাওয়া রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটাররা ধুঁকেছে মিডলঅর্ডারে। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রামকে ১৩৪ রানের লক্ষ্য দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে রাজশাহীকে ব্যাটে আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ গড়ে রাজশাহী।
উদ্বোধনীতে ৩০ রান তোলেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ১৯ বলে ২১ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। এরপর তানজিদ তামিম একপ্রান্ত আগলে রাখলেও ৬৭ রানে চার উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৮), মুশফিকুর রহিম (০) ও আকবর আলি (৩)।
দলীয় ৮২ রানে পঞ্চম উইকেট হারায় দলটি। তানজিদ ফেরেন ৩ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৪১ রান করে। চার রান যোগ করতেই ষষ্ঠ উইকেট হারায় রাজশাহী। জেমস নিশাম ফেরেন ৬ রান করে। দ্রুতই ফিরে যান রায়ান বুর্ল, ৩ রান করেন। অষ্টম উইকেটে রিপন মণ্ডলকে নিয়ে ২৫ রান যোগ করেন সাকলাইন। দলীয় ১২৩ রানে সাকলাইন আউট হন। তার আগে ২ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন।
১৩০ রানে নবম উইকেট হারায় রাজশাহী। রিপন মণ্ডল আউট হন ৮ বলে ১০ রান করে। পরে হাসান মুরাদ ও বিনুরা ফের্নান্দো মিলে ইনিংস শেষ করেন।
চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন আমের জামাল ও শেখ মেহেদী।









