বিপিএলের নিলামে রীতিমতো আলোড়ন তুলেছিল চট্টগ্রাম রয়্যালস। দল গঠনে একের পর এক চমক দিয়ে নিলামের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি হয়ে উঠেছিল তারা। সেই ধারাবাহিকতায় সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাইম শেখকে দলে টেনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলটির মালিকানা বদলে আলোচনায় নাইমের অর্থ ঠিক মতো পাবে কি না।
শুক্রবার গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে টুর্নামেন্ট গড়ানোর আগে দিন চট্টগ্রামের দলের মালিকানা ছেড়ে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠেছে, নিলামে কেনা ক্রিকেটারদের, বিশেষ করে নাইমের মতো বড় অঙ্কের চুক্তির কী হবে?
এ ব্যাপারে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘সকালে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম আমরা। ওদের বলেছি যাদের সঙ্গে চুক্তির কাগজ আছে, তারা টাকা পাবেন। যাদের কাগজ নেই, তাদের সঙ্গে আমরা নতুন করে চুক্তি করব।’
এদিকে নিজেদের অধীনে যাওয়ার পরপরই চট্টগ্রাম রয়্যালসকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজে নেমেছে বিসিবি। দল পরিচালনায় দ্রুত স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনিক ও কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।









