চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানের মির্জা তাহির বেগ। নিজের প্রথম ম্যাচেই দারুণ এক ফিফটি হাঁকান, দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। নিজের পারফর্ম ধরে রেখে চট্টগ্রামের হয়ে শিরোপা জিততে চান তিনি।
একগাদা সমালোচনা নিয়ে এবার আসর শুরু করেছে চট্টগ্রাম। একদিন আগে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ মালিকানা ছেড়ে দিলে দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে ‘কমিটির দল’ হিসেবেই এবারের টুর্নামেন্ট শুরু করেছে তারা।
সিলেটে রোববার দলের অনুশীলন শেষে চট্টগ্রামের হয়ে গণমাধ্যমের সামনে আসেন বেগ। প্রশ্ন যায় বিপিএল জয়ের ব্যাপারে কতটা আশাবাদী। জবাবে ২৬ বর্ষী বেগ বলেছেন, ‘হ্যাঁ আমরা চেষ্টা করছি ভালো ম্যাচ খেলার, ভালো পারফর্ম করার এবং (ট্রফি) জেতার।’
নিজের প্রথম ম্যাচে ৬৯ বলে ৮০ রান হয়েছেন ম্যাচসেরা। পরের ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বেগ বলেছেন, ‘অনেক ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমাদের কম্বিনেশন ভালো। ভালো কিছু বিদেশিও আসছে। (তারা আসলে) দলের ভারসাম্যটা আরও ভালো হবে। আসলে এগুলো ম্যাটার করে না। আমাদের নিজেদের ভালো খেলাটা খেলতে হবে। নির্দিষ্ট দিনে কীভাবে খেলছেন এটাই আসল কথা। আমাদের প্রস্তুতি ভালো আছে। অনুশীলন করছি। আশা করি ভালো করতে পারব। পরিস্থিতি বুঝে নিজেদের সেরাটা দিতে হবে। আমরা অনেক আত্মবিশ্বাসী।’









