শুক্রবার গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে টুর্নামেন্ট গড়ানোর আগে চট্টগ্রামের দলের মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে বিসিবি বরাবর চিঠি দিয়ে নিজেদের অপারগতার জানান চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ। তারা জানিয়ে দেয়, দল পরিচালনা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এরপরই জরুরি সিদ্ধান্তে দলটির মালিকানা গ্রহণ করে বোর্ড।
ইফতেখার রহমান বলেছেন, ‘ওরা চিঠি দিয়েছে, আমরা ক্রিকেট বোর্ড (বিসিবি) দলের দায়িত্ব নিয়েছি।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব চ্যানেল আই অনলাইনকে আরও জানান, বিসিবির অধীনে যাওয়ার পরপরই দল গোছানোর কাজে হাত দিয়েছে বোর্ড। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।
উল্লেখ্য, ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব দেয় বিসিবি। নিলাম তালিকায় কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে নিয়ে আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনার নাঈম শেখকে রেকর্ড ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় তারা। তবে নিলামের পর থেকেই কিছুটা অগোছালো ও নেতিবাচক কারণে দলটির নাম আলোচনায় ছিল।









