প্রশংসনীয় এক দৃশ্যের দেখা মিলল হোম অব ক্রিকেটে। বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিনে চিটাগং কিংসের ব্যাটিংয়ের সময় টাইমড আউট হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন থমাস ও’কনেল। তাকে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। খুলনা অধিনায়কের ডাকে ফিরে আসতে পারেন থমাস। অবশ্য উইকেটে থিতু হতে পারেননি। জীবন পেয়ে প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাজঘরে।
৬.১ ওভারে পঞ্চম উইকেট হারায় চিটাগং। হায়দার আলী ফিরে গেলে ব্যাটে আসেন থমাস। কিছুটা দেরি করে ফেলেন ২২ গজে আসতে। টাইমড আউটের আবেদন করে খুলনা। আম্পায়ার সাড়াও দেন। আউট হয়ে মাঠ ছেড়েই যাচ্ছিলেন থমাস। পরের ব্যাটারও মাঠে ঢুকে পড়েছিলেন। তখন থমাসকে ব্যাটিংয়ে ডেকে নেন মিরাজ। অধিনায়কের সঙ্গে তাল মেলান সতীর্থরাও।
নাটকীয়তার পর থমাস ফিরে আসেন ক্রিজে। মোহাম্মদ নওয়াজের প্রথম বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন। মিরাজ বল তালুবন্দি করেন। রানের খাতা খোলার আগেই ফিরে যান থমাস।
খুলনার দেয়া ২০৪ রানের লক্ষ্যে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৬ উইকেটে ৬৭ রান তুলেছে চিটাগং। জিততে তাদের ৬৬ বলে করতে হবে ১৩৭ রান।









