চট্টগ্রাম থেকে: খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল চিটাগং কিংস। এরপর টানা তিন ম্যাচে জিতেছে দলটি। সিলেট পর্ব পেরিয়ে চিটগংয়ের ঘরের মাঠে গড়িয়েছে আসর। সাগরিকায় নিজেদের প্রথম ম্যাচে খুলনাকে হারিয়ে ধারা অব্যাহত রেখেছে চিটাগং। খুলনাকে টানা চতুর্থ হারের স্বাদ দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে চিটাগং। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০০ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৯ উইকেটে ১৫৫ রানে থামে খুলনার ইনিংস।
চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক ৫০ বলে ১০১ রান করেন। তার ইনিংসে ছিলে ৬টি ছক্কা এবং ৭টি চারের মার। বিপিএলের চলতি আসরে ষষ্ঠ সেঞ্চুরি এটি। এরআগে কেবল এক আসরে ছয় বা তার বেশি সেঞ্চুরির দেখা মিলেছিল, ২০১৯ সালে। সেবার মোট ৬ সেঞ্চুরি হয়েছিল। কিংস ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন ২৯ বলে ৩৯ রান করেন। শামীম পাটোয়ারী ১৩ বলে ১৬ রান করেন।
খুলনার হয়ে তিনটি করে উইকেট নেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নাওয়াজ।
জবাবে খুলনা ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন দারবিশ রাসুলি, ৩১ বলে। নাওয়াজ ২০ বলে ২৫ রান, আফিফ ১৫ বলে ২০ রান এবং মেহেদী হাসান মিরাজ ৮ বলে ১৯ রান করেন।
চিটাগংয়ের হয়ে আরাফাত সানি তিন উইকেট নেন। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ নেন দুটি করে উইকেট।









