চট্টগ্রাম থেকে: বিপিএলে চট্টগ্রাম পর্ব মাঠে গড়াল। দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসকে চেপে ধরেছিলেন ফরচুন বরিশাল বোলাররা। পরে ব্যাট হাতে তামিম ইকবালের ফিফটি ও ডেভিড মালানের দুর্দান্ত ইনিংসে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। আসরে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেল বরিশাল। অষ্টম ম্যাচে সপ্তম হার দেখল ঢাকা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। জবাবে নেমে ৪ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।
আগে ব্যাটে নামা ঢাকার কেবল তানজিদ তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন। দুটি চার ও চারটি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন। শেষদিকে ফারমানুল্লাহ ১৬ বলে ২২ রান করেন। লিটন দাস ১৭ বলে ১৩ রান, মোসাদ্দেক হোসেন ১১ বলে ১১ এবং সাব্বির রহমান ১০ বলে ১০ রান করেন।
বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ নেন দুটি উইকেট।
জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, ২ রান করে। ডেভিড মালানকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন তামিম। পাঁচ চারে ৪৪ বলে ফিফটি পূর্ণ করেন টাইগার ওপেনার। ১২৫ রানে তামিম ফিরে গেলে জুটি ভাঙে। ৬টি চার ও এক ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন।
জাহানদাদ খানকে সঙ্গী করে বরিশালের জয় নিশ্চিত করেন মালান। তিন চার ও এক ছক্কায় ৪১ বলে ৪৯ রান করেন মালান। দুই ছক্কায় ৪ বলে ১৩ রান করেন জাহানদাদ।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন থিসারা পেরেরা ও আবু জায়েদ রাহী।








